ঢাকা (বিকাল ৪:০০) সোমবার, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মেঘনায় ইউএনও বদলালেও বদলায়নি সরকারি অফিসের সময়ানুবর্তিতা

ইব্রাহিম, মেঘনা উপজেলা ইব্রাহিম, মেঘনা উপজেলা Clock রবিবার রাত ০৮:১৬, ২৮ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার মেঘনা উপজেলায় সরকারি অফিসগুলোতে নির্ধারিত সময়সূচি মানার চিত্র দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস সময় থাকলেও বাস্তবে বেশির ভাগ কর্মকর্তার উপস্থিতি শুরু হয় দেরিতে।

 

রোববার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, কৃষি কর্মকর্তা মো. শাহে আলম ছাড়া অন্য কোনো দপ্তরের কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত পাওয়া যায়নি। তবে উপজেলা প্রকল্প কর্মকর্তা ফকর উদ্দিন অফিসিয়াল কাজে ঢাকার সংশ্লিষ্ট ডিজি কার্যালয়ে অবস্থান করছেন বলে খুদে বার্তায় জানা গেছে।

 

অনুসন্ধানে জানা যায়, একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিবর্তন হলেও সরকারি দপ্তরগুলোতে সময়ানুবর্তিতার ক্ষেত্রে কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় লেখালেখি হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এর ফলে অনেক দপ্তরেই অলিখিতভাবে অফিস কার্যক্রম শুরু হয় সকাল ১০টা কিংবা সাড়ে ১০টার পর। আবার কোনো কোনো কর্মকর্তা নির্ধারিত সময়ের আগেই কর্মস্থল ত্যাগ করেন বলেও অভিযোগ পাওয়া যায়।

 

এ বিষয়ে জানতে চাইলে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, ‘আপনি যেহেতু বিষয়টি আমাকে অবগত করেছেন, আমি বিষয়টি গুরুত্বসহকারে দেখবো। সরকারি অফিসে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT