গৌরীপুরে স্বজন সমাবেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ওবায়দুর রহমান মঙ্গলবার রাত ১১:২২, ১৪ জানুয়ারী, ২০২৫
দেশের শীর্ষ জনপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে পৌর কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছে।
রোববার রাতে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।
এ সময় তিনি বলেন, সামর্থ্যবান সবাইকে উচিত মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ। এই শীতে দরিদ্র ছিন্নমূল মানুষের পাশে স্বজনদের ন্যায় সকলকে শীতবস্ত্র নিয়ে পাশে থাকার আহবান জানাচ্ছি।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, মাদক নিয়ন্ত্রণ, তামাকের বিরুদ্ধে, বাল্যবিয়ের বিরুদ্ধে কাজ করাসহ একটি সুন্দর সমাজ বির্নিমাণে স্বজন সমাবেশ কাজ করছে। সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক কাজ যা অন্যদেরকেও অনুপ্রাণিত করে। এ ধরণের কর্মকাণ্ডের মাধ্যমে বৈষম্যমুক্ত একটি সমাজ-রাষ্ট্র গঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মন্ডল, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর সুজিত কুমার দাস, মনিরুজ্জামান পলাশ, আতাউর রহমান আতা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহজাহান সিরাজ, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক খায়রুল পাশা খেলন, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মো. ইয়াহিয়া, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার প্রমুখ।