ঢাকা (রাত ১০:৫৭) শনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News অবৈধভাবে এলপিজি গ্যাস বোতলজাতকরণের দায়ে ৩ জনকে সাজা প্রদান Meghna News চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ৫৯ বিজিবির মতবিনিময় Meghna News ভোলাহাটে ছুরিকাঘাতে চাচা নিহতে ভাতিজা আটক Meghna News গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল গ্রেফতার Meghna News রাসুলুল্লাহ (সা:) কে অবমাননার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল Meghna News দাউদকান্দি পৌরসভায় ডা. অপুর স্মরণে দোয়া ও মিলাদ-মাহফিল Meghna News শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গৌরীপুর পৌরসভায় মতবিনিময় সভা Meghna News গৌরীপুরে বাংলাদেশ স্কাউটের ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল Meghna News দাউদকান্দি পৌরসভায় জামায়াতের সুধী সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা কেড়ে নিলো ৪ জনের প্রাণ

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock রবিবার সকাল ০৮:৫২, ১৯ মে, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী কেড়ে নিয়েছে চার জনের প্রাণ। শুক্রবার (১৭ মে) এবং শনিবার (১৮ মে) জেলার সদর, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় এ সকল মৃত্যুর ঘটনা ঘটে। স্ব স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ সকল মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন- জেলার সদর উপজেলার শাহ নেয়ামতুল্লাহ কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও স্বরুপনগর এলাকার নতুন বাস টার্মিনাল সংলগ্ন জিতেনের ছেলে শুভ (২২), ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পীরগাছি গ্রামের জোহর আলীর মেয়ে সোনীয়া (১২) এবং গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মোমিন পাড়া গ্রামের দাউদ আলীর ছেলে শিশু ফাহিম আলী (৪) ও মফিজুল ইসলামের মেয়ে শিশু ফারহানা (৩)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

 

স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, শনিবার (১৮ মে) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার রেহাইচর এলাকার নির্মাণাধীন রাবার ড্যাম সংলগ্ন মহানন্দা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নামেন শুভ। এরপর গোসলের এক পর্যায়ে নদীতে ডুবে যান কলেজ শিক্ষার্থী শুভ। পরে স্থানীয়দের সহযোগীতায় বন্ধুরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

 

এদিকে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার জানান, উপজেলার দলদলী ইউনিয়নের পীরগাছি গ্রামের জোহর আলীর ১২ বছরের কন্যা সোনীয়া বজরাটেক মুন্সিগঞ্জ গ্রামে নানা জমিরুদ্দিনের বাড়ি বেড়াতে এসে দুপুরের দিকে মহানন্দা নদীতে গোসল করতে যায়। এ সময় সে পানিতে ডুবে যায়। পরে ভোলাহাট ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ফরিদ উদ্দিনের টিমের সহযোগীতায় স্থানীয়রা সোনীয়াকে উদ্ধার কওে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. রাহাত তাকে মৃত ঘোষণা করেন। পওে আইনি প্রক্রিয়া শেষে সোনীয়াকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এছাড়া শুক্রবার (১৭ মে) দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ।

 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার চৌডালা ইউনিয়নের মোমিন পাড়া গ্রামের দাউদ আলীর ছেলে ফাহিম আলী (৪) ও মফিজুল ইসলামের মেয়ে ফারজানা খাতুন (৩) বাড়ির পাশে খেলাধুলা করার সময় পুকুরে পড়ে মারা যায়। পরে পরিবারের লোকজন দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয়দের সহযোগীতায় পুকুরের মধ্য থেকে তাদের মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হলে স্থানীয় গোরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT