ঢাকা (রাত ৩:০৭) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার Meghna News মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

গাইবান্ধায় সাড়ে ৮ লাখ শিক্ষার্থী পেল নতুন বই

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock সোমবার সন্ধ্যা ০৬:০৯, ১ জানুয়ারী, ২০২৪

বছরের প্রথম দিন নতুন বইয়ের ঘ্রাণে গাইবান্ধায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৮ লাখ ৫৫ হাজার ৬৩৫ শিক্ষার্থী বিদ্যালয় থেকে নতুন বই নিয়ে হাসিমুখে বাড়ি ফিরতে শুরু করছে। সোমবার (১ জানুয়ারি) থেকে বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

জাতীয় পাঠ্যপুস্তক উৎসব উপলক্ষে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরী স্কুল, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

 

এছাড়া গাইবান্ধার সাদুল্লাপুরের খোর্দ্দ রসুলপুর সরকারি প্রাথমিক ও জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

গাইবান্ধা শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বই উৎসবে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশিদ এবং বালক উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম। বিয়াম ল্যাবরেটরী স্কুলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসান প্রমুখ।

এছাড়াও সাঘাটা উপজেলার বোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্যাহিশ শাফি,এটিও আবদুল হান্নান প্রমুখ।

 

জানা যায়, চলতি বছর গাইবান্ধার মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং দাখিল ও এবতেদায়ী মাদরাসা মিলে ৩ লাখ ৫১ হাজার ২২৫ জন শিক্ষার্থীর জন্য ৩৯ লাখ ৮২ হাজার ২৮৩টি পাঠ্য বই বরাদ্দ দেয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৩৫ হাজার ১৫৫ জন ছাত্রছাত্রীর জন্য ২১ লাখ ৩ হাজার ২৯৩টি বই বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া ৬৯ হাজার ২৫৫ জন প্রাক-প্রাথমিক শিক্ষার্থীর জন্য অনরূপ সংখ্যক পাঠ্য বই বরাদ্দ পাওয়া গেছে। যা বিতরণের কাজ সোমবার থেকে শুরু হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT