গ্রামীণ ব্যাংকের কম্বল প্যায়া হামার খুব উপকার হইলো
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম রবিবার দুপুর ০৩:৪৭, ১৫ জানুয়ারী, ২০২৩
কুড়িগ্রামে উলিপুর গ্রামীণ ব্যাংক এরিয়া অফিসের উদ্যোগে ৯টি শাখার ২৫০ জন সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) বেলা ১১ টায় এসব কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক উলিপুর এরিয়া ব্যবস্থাপক সোহেল আহমেদ, গ্রামীণ ব্যাংক উলিপুর শাখা ব্যবস্থাপক আবু তাহের, গ্রামীণ ব্যাংক বামনের হাট শাখা ব্যবস্থাপক আজাদ আলী, গ্রামীণ ব্যাংক বজরা শাখা ব্যবস্থাপক সন্তোষ কুমার, গ্রামীণ ব্যাংক থানাহাট শাখা ব্যবস্থাপক আব্দুল হামিদসহ ৯টি শাখার ব্যবস্থাপকগণ।
পৌর শহরের নারিকেল বাড়ী এলাকার সংগ্রামী (ভিক্ষুক) সদস্য গ্রামীণ ব্যাংকের কম্বল পেয়ে খুশিতে আত্মহারা সত্তরোর্ধ্ব বৃদ্ধা তছিরন বেওয়া জানান, হামার নেপও নাই, তোষকও নাই। ঠান্ড্যাত কম্বল প্যায়া হামার খুব উপকার হইলো। তার সাথে সুর মিলিয়ে তহিরন বেওয়া একি কথা বলেন।
বজরা ইউনিয়নের ষাটোর্ধ্ব সাইয়্যাদুল ইসলাম জানান, কয়দিন থেকি যে ঠান্ডা পড়ছে কোনঠ্যাই বের হবার পাই না। কামাই ওজগার কিছুই নাই। ঠান্ড্যাত কম্বোলো কিনব্যার পাইনা। গ্রামোত কম্বল দিলে হামার নাম কাইও দেয়না। এইবার মুই প্রথম কম্বোল পানু।
গ্রামীণ ব্যাংক উলিপুর এরিয়া ব্যবস্থাপক সোহেল আহমেদ বলেন, গ্রামীণ ব্যাংক বিশেষ করে সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের
কম্বল বিতরণ করার মাধ্যমে তাদের শীত কিছুটা নিবারণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।