ঢাকা (সকাল ৯:০৬) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই দলের ৪ সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই দলের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার বিকেল ০৪:৪২, ৫ জানুয়ারী, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী দলের নেতাসহ ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই দলের ৪ সদস্য গ্রেফতার

বুধবার (৪ জানুয়ারী) রাত সোয়া ২ টায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১টি কোপদা ও ১টি চাকু উদ্ধার করা হয় এবং ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মটরসাইকেল ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলো – উপজেলার কমলাকান্তপুর এলাকার কারাইপাড়া গ্রামের মৃত হুমায়ন কবিরের ছেলে সূজন আলী (২৭) ও মো. তাজেমুল হকের ছেলে মিজানুর রহমান (৩৫), চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি মোল্লাপাড়ার মৃত নজরুল ইসলাম খোকার ছেলে আব্দুল জলিল (৪০) এবং ১ নং ওয়ার্ড কল্যানপুর এলাকার মৃত নাসিম উদ্দিনের ছেলে সেলিম রেজা (৪০)।

এ বিষয়ে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- র‍্যাবের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে জেলার শিবগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রাক্কালে অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে বুধবার রাতে হাতেনাতে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই দলের ৪ সদস্য গ্রেফতার

এ বিষয়ে শিবগঞ্জ থানায় অস্ত্র ও আসামীদের হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT