ঢাকা (দুপুর ১২:৩৪) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


হিজাববিরোধী আন্দোলনে সমর্থন : ইরানি ফুটবল কিংবদন্তির পাসপোর্ট জব্দ!

খেলাধুলা Source তথ্যসূত্রঃ https://www.kalerkantho.com/online/sport/2022/10/10/1191799 ২১৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার সকাল ১১:১৬, ১১ অক্টোবর, ২০২২

দীর্ঘদিন সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের বিশ্বরেকর্ড নিজের করে রেখেছিলেন ইরানের সাবেক তারকা ফুটবলার আলী দাইয়ি। গত বছর সেই রেকর্ড নিজের করে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার আলী দাইয়ি আলোচনায় এসেছেন সম্পূর্ণ ভিন্ন কারণে। নিজ দেশে চলমান হিজাববিরোধী আন্দোলনে সমর্থন দেওয়ায় তার পাসপোর্ট জব্দ করেছে ইরান সরকার।

গত ১৩ সেপ্টেম্বর ‘সঠিকভাবে হিজাব না পরা’র অভিযোগে মাহশা আমিনি নামের ২২ বছর বয়সী এক তরুণীকে আটক করে ইরানের নৈতিক পুলিশ। তারপর হেফাজতে নিয়ে তাকে ভয়াবহ নির্যাতন করা হয়। গ্রেপ্তার হওয়ার তিন দিন পর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত জয়ী হতে পারেননি কুর্দিশ তরুণী মাহশা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইরানে শুরু হয় হিজাববিরোধী বিক্ষোভ। সরকারও কঠোরভাবে দমন করছে এই আন্দোলন। এখন পর্যন্ত ১৯ শিশুসহ পুলিশের গুলিতে ১৮৫ জনের মৃত্যু হয়েছে।

মৃত্যুভয়কে তুচ্ছ করে নারীরা হিজাব খুলে রাস্তায় নেমে এসেছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা ইরানে। ইউরোপের বিভিন্ন দেশেও চলছে বিক্ষোভ। এই বিক্ষোভকারীদের প্রতি ইরান সরকারের নৃশংস আচরণের সমালোচনা করে গত ২৭ সেপ্টেম্বর ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছিলেন আলী দাইয়ি। তাতে তিনি লিখেছিলেন, ‘ইরানের জনগণের ওপর দমন, নির্যাতন ও গ্রেপ্তার চালানোর বদলে তাদের সমস্যার সমাধান করুন। ’ এই পোস্টের কারণেই তার পাসপোর্ট জব্দ করা হয়েছে।

খবরটি নিশ্চিত করে ইরানি পত্রিকা হামিহান বলছে, মাহশা আমিনির মৃত্যুতে লেখা ইনস্টাগ্রাম পোস্টের কারণে আলী দাইয়ির পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। মেয়েদের এই আন্দোলনে সমর্থন দেওয়ায় গত ৩০ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সাবেক ফুটবলার হোসেইন মাহিনিকে। পরে তিনি মুক্তি পেয়েছেন। বায়ার্ন মিউনিখের সাবেক মিডফিল্ডার আলী করিমিও এই আন্দোলনকে সমর্থন দিয়ে সরকারের রোষানলে পড়েছেন। তাকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT