ঢাকা (রাত ৪:১০) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গোমস্তাপুরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ক্লাশ বর্জন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার ১২:৩১, ২৮ সেপ্টেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনুস স্মরণী স্কুল ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে আবারও ক্লাশ বর্জন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির মাঠে ক্লাস বর্জন করে প্রতিবাদ করে শিক্ষার্থীরা।

এ সময় দীর্ঘদিন থেকে স্কুল মাঠের জলাবদ্ধতা নিরসনে কোন পদক্ষেপ না নেয়ায় অধ্যক্ষ ও সভাপতির পদত্যাগসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ করে শিক্ষার্থীরা। সকাল থেকে ক্লাশ বর্জন করে বিভিন্ন শ্লোগানে শিক্ষার্থীরা স্কুল মাঠে অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রীদের ক্লাশে পাঠানোর ব্যবস্থা করে। এর কিছুক্ষণ পর গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে অনুরোধ করার পরেও মাঠের জলাবদ্ধতা নিরসনে কোন ভূমিকা নেয়া হয়নি। এমনকি প্রতিষ্ঠানের টয়লেটে নেই পানির ব্যবস্থা ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে তা ব্যবহার করতে হয়। শিক্ষার্থীরা বারবার বললেও তা আমলে নেননি অধ্যক্ষ। উল্টো এ নিয়ে কোন আন্দোলন করলে নানারকম ভয়ভীতি ও হুমকি প্রদান করেন তিনি। এছাড়াও যে শিক্ষক আমাদেরকে সমর্থন দিয়েছেন, তাকেও শোকজ করা হয়।

ইউনুস স্মরণী স্কুল ও কলেজের সিনিয়র প্রভাষক রফিকুল ইসলাম জানান, ছাত্ররা আবারও আন্দোলনে নেমেছিলো। তবে আমি ব্যক্তিগতভাবে ছাত্রদেরকে আগামীকাল থেকে পূর্বের ন্যায় ক্লাস করার জন্য অনুরোধ জানিয়েছি।

তবে এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, শিক্ষার্থীদের যে সকল দাবি আছে তার বেশীরভাগই যৌক্তিক। তবে তা বাস্তবায়ন করার জন্য কিছুটা সময় লাগবে। অধ্যক্ষ, ল্যাব সহকারী, অফিস সহকারী ও ম্যানেজিং কমিটির সভাপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রদেরকে একটি মহল উস্কানি দিচ্ছে। আর সেই জন্য তারা এই আন্দোলন করছে। আমাদের পদত্যাগের প্রয়োজন হলে আমরা নিজেরাই পদত্যাগ করবো।

কলেজ শাখার সিনিয়র প্রভাষক মো. রফিকুল ইসলামকে শোকজ করার বিষয়ে তিনি বলেন, শিক্ষক রফিকুল ইসলাম ছাত্রদের উস্কানিমূলক কথা বলে বারবার আন্দোলনে নামাচ্ছে ও শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তাই ম্যানেজিং কমিটির সিদ্ধান্তক্রমে তাকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি তার থেকে সন্তোষজনক উত্তর না পায় তাহলে আমরা পরবর্তীতে তার বিষয়ে সিদ্ধান্ত নিবো।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন মুঠোফোনে বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করছিল। পরে সেখানে গিয়ে আমি তাদের সাথে কথা বলেছি। পরে অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সাথে কথা বললে তারা সমাধানের আশ্বাস দিয়েছেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT