ঢাকা (সকাল ১১:৫৭) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে নৈশ প্রহরীকে বেঁধে ১০টি দোকানে ডাকাতি;নৈশ প্রহরী আটক

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ০২:৩৩, ২৯ আগস্ট, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বাজারের দুই নৈশ প্রহরীকে আম গাছে বেঁধে রেখে; এক রাতেই ১০টি দোকানে ডাকাতি করেছে একটি সংঘবদ্ধ ডাকাত দল। শনিবার দিবাগত গভীর রাতে জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরামোড় বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজন নৈশ প্রহরীকে আটক করেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সংঘবদ্ধ ডাকাতের একটি দল শনিবার গভীর রাত ২টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরামোড় বাজারে; ২ জন নৈশ প্রহরীকে ধরে বাজারের কাছেই একটি আম গাছে রশি দিয়ে বেঁধে রাখে। পরে তারা বাজারের গার্মেন্টস, কীটনাশক, চাল, টেলিকম প্রভৃতি ১০টি দোকানের তালা কেটে ও ভেঙ্গে বেশ কিছু মালামালসহ নগদ টাকা ডাকাতি করে নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমাস আলী সরকার জানান, শনিবার রাত ২টার দিকে ১০টি দোকানে ডাকতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে মালামাল উদ্ধার করার চেষ্টা চলছে। আর জিজ্ঞাসাবাদের জন্য ওই বাজারের একজন নৈশ প্রহরীকে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান ওসি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT