ঢাকা (দুপুর ১২:৪৮) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে হাজী আইনুদ্দিন জামে মসজিদের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শনিবার রাত ০২:২৪, ১৬ জুলাই, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় হাজী আইনুদ্দিন জামে মসজিদের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে জুমার নামাজ আদায় শেষে এর উদ্বোধন করা হয়।

এ সময় শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চকচুনাখালী গ্রামে এই মসজিদের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন মসজিদের প্রতিষ্ঠাতা ও দাতা হাজি আইনুদ্দিনের বংশধর (পোতা) ৭৬ বছর বয়সী মোহা. জাফর আলী।

এ সময় তিনি বলেন, দাদা আইনুদ্দিনের ইচ্ছা ছিলো এই গ্রামে একটি মসজিদ করা হবে। আর তাই তিনি শহরে বাড়ি-জমি না কিনে গ্রামে শিক্ষা বিস্তার ও ধর্মীয় জ্ঞাণ চর্চার জন্য অতি স্বল্প মূল্যে জমি ও বাগান ক্রয় করতেন। আজ তিনি নেই। কিন্তু তার ইচ্ছাকে বাস্তবে রুপ দিতে বংশের সকলের মতামতের ভিত্তিতে তার ক্রয়কৃত ৮ কাঠা জমির ওপর তারই নামানুসারে হাজী আইনুদ্দিন জামে মসজিদ প্রতিষ্ঠার লক্ষ্যে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হলো।

ভিত্তিপ্রস্তর উদ্বোধনে উপস্থিত ছিলেন, হাজী আইনুদ্দিনের চতুর্থ প্রজন্ম ও বাংলাদেশ ফিজিওথেরাপি এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু মোহাম্মদ রামীম, হাজী আইনুদ্দিন জামে মসজিদের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হায়াত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহা. ইসাহাক বারী, ভূমি কর্মকর্তা দূূরুল হোদাসহ স্থানীয় কয়েকটি মসজিদের ইমাম, সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে মসজিদের কাজের উন্নয়ন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাজী আইনুদ্দিন জামে মসজিদের ইমাম মো. ইউসুফ আলী।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT