ঢাকা (রাত ৪:১০) বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


টাঙ্গাইলে ১৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ১১ জন ও স্বতন্ত্র ৭ জন নির্বাচিত

মো: শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল মো: শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock বৃহস্পতিবার রাত ১১:২৮, ১৬ জুন, ২০২২

টাঙ্গাইলে শান্তিপূর্ণ পরিবেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহন চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল। নির্বাচনে ১৮টি ইউনিয়নের মধ্যে ১১টিতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। অপরদিকে সাতটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে।

নির্বাচিতরা হলেন- বাসাইল উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে সোহানুর রহমান সোহেল এবং কাশিল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রমজান মিয়া, সখিপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নে নৌকা প্রতীকে আনছার আলী আসিফ, গজারিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাজ্জাত হোসেন। নাগরপুর উপজেলা ভাড়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুস মিয়া, মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আবু সাঈদ, ভাওড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা, ফতেপুর ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুর রউফ, আজগানা ইউনিয়নে নৌকা প্রতীকে কাদের সিকদার, লতিফপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ রনি ও তরফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আজিজ রেজা নির্বাচিত হয়েছেন।

এদিকে মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মোঃ ফজলুল হক, শোলাকুড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে ইয়াকুব আলী, আউশনারা ইউনিয়নে নৌকা প্রতীকে মোঃ গোলাম মোস্তফা, কুড়ালিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মান্নান, মহিষমারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহির এবং বেড়বাইদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মোঃ জুলহাস উদ্দিন বেসরকারী ফলাফলে বিজয়ী হয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT