সাঘাটায় বাঁধে বসবাসকারী মানুষের পূর্নবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা বুধবার রাত ০৯:০৯, ১ জুন, ২০২২
গাইবান্ধার সাঘাটা উপজেলার ঝুঁকিপূর্ণ সর্ববৃহৎ বন্যানিয়ন্ত্রণ বাঁধটি সংস্কারের লক্ষে, গত সোম ও মঙ্গলবার মাইকিং করে বাঁধের ওপর থেকে ঘর-বাড়িসহ সকল প্রকার স্থাপনা, শীঘ্রই নিজ উদ্যোগে সরিয়ে নিতে বলা হয়েছে।
অন্যথায় অবৈধ ঘর-বাড়ি ও স্থাপনা মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে দিয়েছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে ১৫ কিঃমিঃ বাঁধটির উপর বসবাসকারী শত শত ভুমিহীন অসহায় মানুষ বিপাকে পড়ে আশ্রয়ের জন্য ছোটা-ছুটি শুরু করেছে। এসব ভুমিহীন অসহায় মানুষ নিরুপায় হয়ে বাঁধ সংস্কারের পাশাপাশি তাদের পূর্নবাসনের দাবিতে বুধবার সাঘাটায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে। সাঘাটা বাজার এলাকায় সাঘাটা-গাইবান্ধা সড়কে অনুষ্ঠিত মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিদ্যুৎ গ্রাহক কমিটির গাইবান্ধা জেলা সভাপতি মাসুদুর রহমান, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার, সাঘাটা উপজেলা ভুমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, “নিজেরা করি” সংগঠনের গাইবান্ধা অঞ্চল সমন্বয়ক আলমগীর কবির, সাঘাটা প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদীন, সাংবাদিক আসাদ খন্দকার, ভুমিহীন সমিতির নারী নেত্রী চামেলী বেগম প্রমূখ।
বক্তারা পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির সংস্কারের পাশাপশি বাঁধে বসবাসকারী ভুমিহীন অসহায় পরিবারদের পূন:বাসনের জোর দাবি জানান।