ঢাকা (সন্ধ্যা ৬:১৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নাচোলে শিশু ধর্ষণ চেষ্টার আসামী গ্রেফতার

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার রাত ০১:২৫, ২৪ মার্চ, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় শিশু ধর্ষণ চেষ্টার আসামী শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাতে নবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, নাচোল বাজার পাড়া এলাকায় শাকিলের দ্বারা এগারো বছরের এক কন্যা শিশু ধর্ষণ চেষ্টার শিকার হলে তার দাদী শিরিন বেওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাচোল থানায় শাকিলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে সেই অভিযোগের ভিত্তিতে জেলাব্যাপি অভিযান পরিচালনা করে পুলিশের কয়েকটি দল।

অবশেষে মঙ্গলবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদর উপজেলার মাহারাজপুর বোকাপরা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী ধর্ষক শাকিলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এই মামলার আইও এসআই লালন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক ধর্ষক শাকিলকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসের ৯ তারিখ বুধবার নাচোল বাজার পাড়ার এক কন্যা শিশু বাজার করার উদ্দ্যেশ্যে বাড়ী থেকে বের হলে মধ্য বাজারের মীরজাউলের ছেলে শাকিল (২৩) শিশুর মুখ চেপে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে লোকজন দৌড়ে আসলে শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওই দিন শিশুটির দাদী শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করলেও ঘটনার পরের দিন বৃহস্পতিবার ১০ মার্চ দাদী শিরিন বেওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাচোল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে শাকিল পলাতক ছিলো।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT