ঢাকা (রাত ২:২১) বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদারীপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মীর ইমরান,মাদারীপুর মীর ইমরান,মাদারীপুর Clock রবিবার দুপুর ০৩:০৬, ২০ মার্চ, ২০২২

মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩, এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাদ, চোরাচালান, মাদক ও অপহরণ এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে।

র‌্যাব তথা আইন-শৃংখলা বাহিনীর অপহরণকৃত ভিকটিম উদ্ধার ও আসামীদের গ্রেফতারে প্রসংশনীয় আস্থা অর্জন করেছে যা দেশব্যাপী সমাদৃত।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে , শনিবার মাদারীপুর জেলার মাদারীপুর থানাধীন উচ্চ বালিকা বিদ্যায়য়ের সামনে পাকা রাস্তার পাশে একটি নির্জন জায়গায় অভিযান পরিচালনা করে আসামী বিপ্লব কাজী(৩০), পিতা-দুলাল কাজী, সাং-হরিকুমারিয়া, ওয়ার্ড নং-০৬, থানা ও জেলা-মাদরীপুর (বর্তমান ঠিকানা-মাদারীপুর জেলার মাদারীপুর থানাধীন ০২নং শকুনী সাকিনস্থ আঃ সালাম খান এর বাড়ীর ভাড়াটিয়া) র‌্যাব-৮, সিপিসি-৩, গ্রেফতার করেন।

এসময় আটককৃত আসামীর নিকট হতে (একশত নব্বই) পিস ইয়াবা, মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল এবং ১টি সীমকার্ড উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর সদর মডেল থানাসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

আসামীর কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।

র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর মোঃ মোহাম্মদ সাদেকুল ইসলাম।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT