চাঁপাইনবাবগঞ্জে সোয়া লক্ষ কোটি টাকার ইয়াবা উদ্ধার
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ শুক্রবার বেলা ১২:৩৬, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে প্রায় সোয়া লক্ষ কোটি টাকার ৪০ হাজার পিস নিষিদ্ধ মাদক ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গর্ডি ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের হাদীনগর বটতলা নদীর ঘাট এলাকায় এই ইয়াবা উদ্ধার করা হয়।
৫৩ বিজিবি ব্যাটলিয়নের মনকষা বিওপির মাদক বিরোধী অভিযানে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে ৫৩ বিজিবি ব্যাটলিয়ন।
প্রেস বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ সুরুজ মিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে মনকষা বিওপির হাবিলদার রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার-১৭৪ হতে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের হাদীনগর বটতলা নদীর ঘাট এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা।
এ সময় রাত ১টার দিকে মাদক ব্যবসায়ীরা বিনোদপুর ইউনিয়নের হাদীনগর বটতলা নদীর ঘাট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেলে তাদের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। গভীর রাতে কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে তারা পাগলা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ৪০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবি অধিনায়ক মোহাম্মদ সুরুজ মিয়া আরো জানান, উদ্ধারকৃত ভারতীয় ইয়াবার মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। উদ্ধারকৃত ভারতীয় ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবগত করে বিজিবি ব্যাটালিয়নের মাদকদ্রব্য স্টোরে জমা রাখা হয়েছে।
এদিকে সীমান্তে অবৈধ অস্ত্র-গোলাবারুদ, অন্যান্য চোরাচালানী মালামাল, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচাররোধসহ যে কোন সীমান্ত সমস্যা মোকাবেলায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।