চাঁপাইনবাবগঞ্জে ছেলের সড়ক দূর্ঘটনার খবর শুনে মায়ের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার রাত ১১:৪৭, ২২ ফেব্রুয়ারী, ২০২২
ছেলে আহত না নিহত তা না জেনেই শুধুমাত্র ছেলে সড়ক দূর্ঘটনায় পতিত হয়েছে এমন খবর শুনেই জন্মদাতা মা মারা গেছেন। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলারপুর গ্রামে। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হন।
আহতরা হলো- ট্রাক্টর চালক সুমন (২৪), আব্দুল মতিন ও সজিব।
এ বিষয়ে এলাকাবাসীর বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মাটি বোঝায় একটি ট্রাক্টর শিবগঞ্জ উপজেলার ধোবড়ার দিক থেকে কানসাট অভিমুখে আসার পথে কানসাট-সোনামসজিদ মহাসড়কের খড়কপুর এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।
পরে এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আশংকাজনক অবস্থায় ৩ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে ট্রাক্টর চালক ছেলে সুমনের সড়ক দূর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার মা সেফালী বেগম হার্ট এ্যটাকে মারা যান। তবে সড়ক দূর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি জুবায়ের।