উলিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি পরিবারের ঘর পুড়ে ছাই
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ০৯:৩৫, ২৩ ডিসেম্বর, ২০২১
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি পরিবারের ঘরসহ গবাদি পশু আগুনে পুড়ে ছাই হয়েছে। গত বুধবার (২২ ডিসেম্বর) রাত ১০ টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে পশ্চিম সাতভিটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০ টার দিকে কনছের আলীর রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। রান্নাঘর থেকে পাশের গোয়ালঘরে আগুন দ্রুত ছড়িয়ে পরে। কিছু বুঝে ওঠার আগেই মুহুর্তেই আগুন পাশের মকবুল হোসেনের বাড়িতে লেগে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যন্ত অঞ্চল এবং রাস্তাঘাট অনুন্নত হওয়ায় ফায়ার সার্ভিস পৌঁছাতে বেগ পেতে হচ্ছিলো। তারা আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজনরা জানায়, ৩টি ভেড়া ও একটি ছাগল পুড়ে ছাই হয়েছে। থাকার দুটি ঘর, দুটি রান্না ঘর, একটি গোয়ালঘর, বাড়ির সকল আসবাবপত্রসহ কোন কিছুই আগুনের হাত থেকে রক্ষা করতে পারিনি। এমনকি ধান এবং ধানসহ ধানের আঁটিও পুড়ে ছাই হয়েছে।
ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ছাইফুর রহমান বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।যাতায়াতের রাস্তা অনুন্নত হওয়ায় পৌঁছাতে বেগ পেতে হচ্ছিলো বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বলেন, এসিল্যান্ডকে (সহকারি কমিশনার ভূমি) ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে সার্বিক সহযোগিতা করা হবে।