ঢাকা (ভোর ৫:৪১) শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে মানববন্ধন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার রাত ০৮:০১, ২ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরে নিরাপদ সড়ক ও সারাদেশের সকল গণপরিবহণে শিক্ষার্থীদের হাফ পাসের (অর্ধেক ভাড়া) দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।

পৌর শহরের কৃষ্ণচূড়া চত্বরে গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ, উপজেলা ছাত্র ইউনিয়ন ও শিক্ষার্থী, অভিভাবকবৃন্দের যৌথ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

বক্তারা এ কর্মসূচীতে বলেন, শিক্ষার্থীদের জন্য সারাদেশের গণ-পরিবহনে সংসদে আইন করে হাফ পাস করতে হবে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, উপজেলা সুজনের সভাপতি রিয়াজুল হাসনাত, সহকারি শিক্ষক আমিরুল মোমেনীন, উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনামুল হাসান অনয় ও সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT