ঢাকা (সন্ধ্যা ৬:৩৫) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ধর্মপাশায় আওয়ামীলীগের বর্ধিত সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock বুধবার রাত ০২:৪৪, ১৩ অক্টোবর, ২০২১

ধর্মপাশায় প্রার্থী বাছাইয়ে আওয়ামীলীগের বর্ধিত সভা ও বর্তমান চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বিরুদ্ধে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাদব চন্দ্র সরকারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান খোকনের সঞ্চালনে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার, সদস্য এডভোকেট দিলিপ তালুকদার,জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস উদ্দিন, জয়শ্রী ইউনিয়নের ৩নং আওয়ামী লীগের সভাপতি আব্দুল কায়্যুম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, ইউনিয়ন যুবলীগের সভাপতি গৌতম চন্দ্র সরকার সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রার্থীদের সমর্থীত প্রায় সহস্রাধিক মানুষ বর্ধিত সভায় অংশ গ্রহণ করে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান বলেন,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ সম্ভাব্য প্রার্থী হিসেবে ১০জন আওয়ামীগের মনোনয়ন প্রত্যাশী। ১/ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ.টি.এম নাজিমুদ্দিন আল আজাদ,২/উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক এ.এইচ.এম.এডভোকেট ওয়াসিম,৩/জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ মুখলেসুর রহমান, ৪/উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন,৫/বর্তমান চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ৬/উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন খান,৭/এম.সারোয়ার জাহান মামুন,৮/সাবেক জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন আহমেদ,৯/যুবলীগ নেতা রাহুল, ১০/এম.এইচ বাবলুর নাম প্রস্তাব করেন।এসব প্রস্তাবিত নাম যাচাই বাছাইয়ের জন্য উপজেলা কমিটিতে পাঠানো হবে।

বর্ধিত সভা শেষে জয়শ্রী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ও তাকে আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা মার্কায় মনোনয়ন না দিবার দাবিতে জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সর্বস্তরের নেতা কর্মী বৃন্দ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অভিযোগের বিষয়ে ব্যানার উল্লেখ করেন; জামাত বিএনপিকে আশ্রয় প্রশ্রয় দানকারী, জামাত বিএনপির সাথে সখ্যতা কারী ও দলের শৃঙ্খলা ভংঙ্গকারী দুর্নীতিবাজ ৮নং জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীকে আওয়ামী লীগের মনোনয়ন না দিবার জন্য দাবি জানিয়ে, এক দফা এক দাবি সঞ্জয় তুই কবে যাবি,আমাদের দাবি একটাই,সঞ্চয়ের বিদায় চাই,এইসব স্লোগান ব্যানারে দেখা যায়।

এ বিষয়ে জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমার প্রতি প্রতিহিংসার বসত ও আমার জনপ্রিয়তা নষ্ট করতে এবং আমি মনোনয়ন যেন না পাই, সেই জন্য গুটি কয়েকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT