সাঘাটায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
আসাদ খন্দকার,সাঘাটা(গাইবান্ধা) রবিবার রাত ১১:২৬, ৩ অক্টোবর, ২০২১
গাইবান্ধার সাঘাটা উপজেলার চিনিরপটল এলাকায় যমুনা নদীতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় গ্রামীণ ঐতিহ্যে ধরে রাখতে এবারও ৯তম বছরে নৌকা বাইচ প্রতিযোগিতা গত শনিবার চূড়ান্ত পর্ব শেষ হয়েছে।
প্রথম বিজয়ীকে মোটরসাইকেল, দ্বিতীয় বিজয়ী ফ্রিজ,তৃতীয় বিজয়ী টিভি ও চতুর্থ বিজয়ীকে টিভি পুরুস্কার দেয়া হয়েছে।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। তিনি এসব পুরুস্কার বিজয়ী নৌকার মালিকদের হাতে পুরুষ্কার তুলে দেন।
এসময় গাইবান্ধা জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান,সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরহাদ হোসেন,সাংবাদিক আবু তাহের, আঃ হাই মাস্টার সহ অনেকেই উপস্থিত ছিলেন।
গত বুধবার গাইবান্ধা জেলাপরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ প্রতিযোগিতায় টাংগাইল, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, গাইবান্ধা ও রংপুর জেলার বিভিন্ন এলাকার ২০ টি নৌকা এ খেলায় অংশ গ্রহন করে।
উৎসুক নারী,পুরুষ,শিশু,কিশোর-কিশোরীসহ প্রায় লাখো মানুষ তিনদিন ব্যাপী এই নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।