সদর দপ্তরের রিট খারিজ হওয়ায় ডাসার উপজেলাবাসীর আনন্দ উল্লাস
মীর এম ইমরান,মাদারীপুর সোমবার রাত ১১:১৬, ২৭ সেপ্টেম্বর, ২০২১
মাদারীপুরের নবঘোষিত ডাসার উপজেলার সদর দপ্তর স্থানান্তরের জন্য আদালতে রিট আবেদন করা হয়।যাহার রিট পিটিশন নাম্বার(৮০৬৩/২১)। আদালত সেই রিট খারিজ করে ১১৭তম নিকার বৈঠকে যে স্থান নির্ধারণ করে দেওয়া হয়,সেই স্থানেই সদর দপ্তর হওয়ার রায় প্রদান করে।এ সংবাদ পেয়ে আনন্দ মিছিল করছেন, উপজেলাবাসী ও ডাসার উপজেলা আওয়ামীলীগের অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
২৭সেপ্টেম্বর সোমবার বিকেলে উত্তর ডাসার বাজারে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এ আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়৷ উপজেলার সদর দপ্তর গেজেট অনুযায়ী নির্ধারিত স্থানে ২৯নং পূর্ব নবগ্রাম ও ৩০নং বাঁকাই মৌজায়ই হবে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন,মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার,মতিন মোল্লা, আওয়ামীলীগের অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ নবঘোষিত ডাসার উপজেলার সর্বস্তরের জনগণ।