ঢাকা (বিকাল ৪:৩৫) বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধনে কারামুক্তি ও চাকুরি প্রাপ্তির দাবী Meghna News গৌরীপুরে অগ্নিকান্ডে অবৈধ তেলের গোডাউনসহ বাসাবাড়ি-দোকানপাট ভস্মিভূত Meghna News চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Meghna News আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, যা বললেন আজহারী Meghna News ‘সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ’ Meghna News ইসকন জ-ঙ্গিদের হাতে আইনজীবী সাইফুল খুন : সন্তানসম্ভবা স্ত্রীর চোখেমুখে ঘোর অমানিশা Meghna News জমাদিউস সানি মাসের গুরুত্ব ও ফজিলত! Meghna News ভারতের রপ্তানী বন্ধে চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে আলু পেঁয়াজের দাম Meghna News মুমিনের মূল্যবান সম্পদ হলো সুন্দর ব্যবহার

অবশেষে খুলেছে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র মাধবকুণ্ড

অন্যান্য ২২৫৬ বার পঠিত

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock শনিবার ১২:১৪, ২১ আগস্ট, ২০২১

প্রায় ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত খুলে দেওয়া হয়েছে। এতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে জলপ্রপাত এলাকা। স্বস্তি ফিরেছে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে। কারণ দীর্ঘদিন পর তাদের বেচাকেনা ভালো হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার (২০ আগস্ট) সকালে মাধবকুণ্ড জলপ্রপাতের প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) শর্তসাপেক্ষে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হলেও বন্ধ ছিল মাধবকুণ্ড জলপ্রপাত। এতে মাধবকুণ্ডে ঘুরতে এসে পর্যটকরা হতাশ হয়ে ফিরে যান।

জানা গেছে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে গত ১ এপ্রিল মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ। বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র খুলে দেয়। কিন্তু মাধবকুণ্ড জলপ্রপাত খুলে দেওয়া হয়নি। বিষয়টি না জেনে মাধবকুণ্ড জলপ্রপাতে ছুটে আসেন পর্যটকরা। কিন্ত ফটক বন্ধ থাকায় ঘুরতে আসা পর্যটকরা হতাশ হয়ে ফিরে যান। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার (২০ আগস্ট) সকালে মাধবকুণ্ড ইকোপার্কের প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৫ শতাধিক পর্যটক মাধবকুণ্ডে ঘুরতে আসেন।

সরেজমিনে দেখা গেছে, মাধবকুণ্ড জলপ্রপাতের প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে। এতে মানুষজন ছুটে আসছেন মাধবকুণ্ডে। তারা জলপ্রপাত এলাকায় হৈ-হুল্লোড় করছেন। কেউ কেউ জলপ্রপাতের পানিতে সাতার কাটছেন।

সিলেট থেকে ঘুরতে আসা পর্যটক মাহিন আহমদ বলেন, বন্ধুদের সাথে ঘুরতে এসেছি। দীর্ঘদিন কোথাও ঘোরাঘুরি হয়নি। মাধবকুণ্ড আমার খুব পছন্দের একটি জায়গা। তাই খুলে দেওয়ার খবর পেয়ে ঘুরতে এসেছি। খুব ভালো লাগছে।

মাধবকুণ্ড পর্যটক সহায়ক ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী কবির হোসেন বলেন, শুক্রবার সকালে মাধবকুণ্ডের গেট খুলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলে দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। এতে অনেক পর্যটকরা ফিরে গেছেন। আজ অনেক পর্যটক ঘুরতে এসেছেন। তবে গতকালের চেয়ে কম। অবশ্য আমাদের বেচাকেনাও আগের চেয়ে ভালো হচ্ছে। পর্যটক বাড়লে আরও বেশি বেচকেনা হবে বলে আশা করছি।

মাধবকুণ্ড পর্যটন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রণীত চাকমা বলেন, আজ শুক্রবার মাধবকুণ্ডের গেট খুলে দেওয়া হয়েছে। খবর পেয়ে পর্যটকরা ঘুরতে আসছেন। পর্যটকদের নিরাপত্তায় আমরা সবসময় কাজ করছি।

বনবিভাগের বড়লেখা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস শুক্রবার বিকেলে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ মাধবকুণ্ড জলপ্রপাতের গেট খুলে দেওয়া হয়েছে। প্রথমদিনই প্রায় ৫ শতাধিক পর্যটক মাধবকুণ্ডে এসেছেন। আগামীতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করছেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT