ডাসারে কৃষক লীগের কমিটি ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ
মীর এম ইমরান,মাদারীপুর সোমবার দুপুর ০৩:৫২, ৯ আগস্ট, ২০২১
মাদারীপুরের ডাসার উপজেলার কৃষক লীগের অনুমতি না নিয়েই নতুন কৃষক লীগের কমিটি গঠন করায়
তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন, মশিউর রহমান (বিপু)।
তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন, মশিউর রহমান (বিপু)।
ডাসার উপজেলা আওয়ামিলীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেনের কাছে মশিউর রহমান (বিপু) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে মাদারীপুর জেলা কৃষকলীগ শাখাকে অবিহিত করেন।
ডাসার উপজেলা আওয়ামীগের দলীয় সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই শনিবার বাংলাদেশ কৃষকলীগ মাদারীপুর জেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদক মহোদ্বয় নবগঠিত ডাসার উপজেলার প্রতিনিধি সভার মাধ্যমে ডাসার উপজেলা কৃষক লীগের একটি বৈধ কমিটি অনুমোদন দেন।
কিন্তু পক্ষান্তরে কে বা কাহারা স্যোসাল মিডিয়াতে, মসিউর রহমান বিপুর নাম জড়িয়ে, ডাসার উপজেলা কৃষকলীগের ১ নং যুগ্ম আহবায়ক করে একটি কমিটি অনুমোদন দেন। এ বিষয়ে তিনি কিছুই যানেন না।
বিষয়টি মসিউর রহমান বিপুর দৃষ্টিগোচর হলে, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তিনি একটি প্রত্যাহার পত্র লিখিত আকারে ডাসার উপজেলা কার্যালয়ে জমা দেন,স্যোসাল মিডিয়ায় তাকে নিয়ে কমিটি করায়। তিনি অসাংবিধানিক ও অনৈতিক কমিটি হিসেবেও অখ্যায়িত করেন।
তিনি বলেন,আমি আওয়ামীলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, মূল ধারার বিপরীতে যেতে পারি না। এ বিষয়ে ডাসার উপজেলা আওয়ামিলীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, যারা রাতে কমিটি তৈরি করে, একটি সাংবিধানিক কমিটিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায়, তাদের উদ্দেশ্য ভালো নয়।