ঢাকা (সন্ধ্যা ৬:৫৬) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় দুটি ট্রলার ও ৩৫ জেলেসহ বিপুল পরিমান সামুদ্রিক মাছ আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার রাত ১১:২০, ১৮ জুলাই, ২০২১

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার করার অপরাধে ভোলার চরফ্যাশনে এফবি মাহিম-১ ও এফবি নুপুর নামের দুটি ট্রলার ও ৩৫ জেলে সহ বিপুল পরিমান সামুদ্রিক মাছ আটক করেছে কোস্টগার্ড।

রবিবার(১৮ জুলাই) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।

পরে মেরিন ফিসারিজ অফিসার সাইদুর রহমান আটককৃত ট্রলার এফবি মাহিম- ১ কে ২২ হাজার টাকা জরিমানা, মাছ ২৫ হাজার টাকা মূল্য নির্ধারণ করে ট্রলার মালিককে নিলাম দেন এবং এফবি নুপুর ট্রলারেকে ২০ হাজার টাকা জরিমানা, মাছ ১০ হাজার টাকা নির্ধারণ করে ট্রলার মালিককে নিলাম দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়- ট্রলার দুটিতে প্রায় দুই লাখ টাকার মাছ থাকলেও নাম মাত্র মূল্যে মাছ নিলাম দেয়া হয়েছে এবং ট্রলারকে নাম মাত্র জরিমানা করা হয়েছে। তবে ৩৫ জেলেকে কোন প্রকার জেল-জরিমানা ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে।

এ প্রসংগে মেরিন ফিসারিজ অফিসার সাইদুর রহমান বলেন অনেকের সুপারিশ ছিল এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশে এমূল্য নির্ধারণ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, অনেকের সুপারিশ রক্ষা করতে কিছুটা ছাড় দিতে হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT