সাঘাটায় কোরবানীর পশুর হাট বন্ধ করে দেয়ায় দিশেহারা ইজারাদার
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:১১, ৮ জুলাই, ২০২১
ঐতিহ্যবাহী ভরতখালী কোরবানীর পশুর হাটটি বন্ধ হওয়ায় ইজারাদার আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে হতাশায় ভূগছেন।
জানাগেছে, গাইবান্ধার সাঘাটা উপজেলার ঐতিহ্যবাহী ভরতখালী পশুর হাটটি প্রায় ৪ কোটি টাকা দিয়ে ইজারা নেয়। প্রতিবছর এই হাট থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে।
ইজারাদার আবু আল আনছার জানান- পার্শ্ববর্তী বগুড়া জেলার মহাস্থান পশুরহাট, ডাকুমারা পশুরহাট, রংপুরের পীরগঞ্জ পশুরহাট সহ বিভিন্ন স্থানের বেশ কয়েকটি হাটে ঈদ-উল-আযহা উপলক্ষে গরু, ছাগল কেনা বেচা হচ্ছে। কিন্তু এবারে সরকারের নির্দেশ মোতাবেক ভরতখালী পশুর হাটটি বন্ধ করে দেওয়ায় গত দুই হাটে ইজারাদারের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে খোলা মাঠে পশুর হাটটি লাগানোর জন্য প্রধানমন্ত্রী’র সু-দৃষ্টি কামনা করছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভার:) মোঃ তুহিন হোসেন বলেন- সরকারী নির্দেশক্রমে গো-হাটটি বন্ধ করে দেওয়া হয়েছে।