ঢাকা (রাত ১২:৪৭) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে বিনামুল্যে আউশের বীজ ও সার বিতরণ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার বিকেল ০৪:১৩, ২৫ এপ্রিল, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের ব্যবস্থাপনায় এসব বিতরণ করা হয়।

এ সময় সদর উপজেলা চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সরকার, উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনুভা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সালেহ আকরাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য অনুষ্ঠানে উপজেলার ৩ হাজার জন কৃষককে ৫ কেজি করে উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি পটাশ সার প্রদাণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT