ঢাকা (বিকাল ৪:০৮) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে করোনার টিকা প্রদাণ শুরু

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার সন্ধ্যা ০৭:৪২, ৭ ফেব্রুয়ারী, ২০২১

সারাদেশের ন্যায় প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার সকাল ১০টায় প্রথমেই চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ টিকা গ্রহণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের দ্বিতীয় তলায় করোনা টিকাদান কক্ষে এই কার্যক্রমের উদ্বোধনের পরপরই জেলার বিশিষ্ট ব্যক্তিরা একে একে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন।

টিকা গ্রহণ করেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, সংবাদকর্মীদের মধ্যে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. আনোয়ার হোসেন দিলু, বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মো. রুহুল আমিন ও ডা. গোলাম রাব্বানী, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন-বিএমএ’র জেলা শাখা সভাপতি ডা. দুররুল হুদা এবং ডা. ইসমাইল হোসেনসহ রেজিষ্ট্রেশনকৃত চিকিৎসক ও পঞ্চাশোর্ধ নারী-পুরুষগণ। টিকা গ্রহণের পর জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ জেলাবাসীকে টিকা নেয়ার আহŸান জানিয়ে বলেন, দেশের মানুষকে সুস্থ্য থাকতে হলে প্রত্যেককে টিকা গ্রহণ করতে হবে। আর তা করতে হবে রেজিস্ট্রেশনের মাধ্যমে। তবে গুজব না ছড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, টিকা গ্রহণ করলে মানুষ মারা যাবে এমন গুজবে কেউ কান দেবেননা। কারণ এই টিকা গ্রহণ করলে আপনি নিজে সুস্থ্য থাকবেন আর সুস্থ্য থাকবে বাংলাদেশ। আর জেলায় প্রথম পর্যায়ে ৪৮ হাজার করোনা টিকার ভ্যাকসিন পাওয়া গেছে। যা ২৪ হাজার জনকে দেয়া সম্ভব হবে বলেও জানান জেলা প্রশাসক।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, উদ্বোধনের প্রথম দিন রবিবার সদর আধুনিক সদর হাসপাতালে সদর উপজেলার ১ শত ১৬ জনকে টিকা দেয়া হবে। এছাড়াও জেলার শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলাতেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে করোনা ভাইরাসের টিকা প্রদাণ করা হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল প্রথম করোনার ভ্যাকসিন নেয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩টি বুথে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব আল রাব্বি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিকুল বারী এবং নিবন্ধনকারী নারী পুরুষরা। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. সায়রা খান জানান, প্রথম দিন ১ শত জনকে ক্ষুদে বার্তা দেয়া হলেও বেলা ২টা পর্যন্ত ২৬ জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহন করেছেন। এর আগে ১ হাজার ৭ শত ২২ ভাইল করোনা ভ্যাকসিন ইপিআই স্টোরে প্রদানের জন্য মজুদ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT