মৌলভীবাজারে র্যাবের অভিযানে ফেন্সিডসহ ৩ মাদক ব্যবসায়ি আটক
মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার সোমবার বিকেল ০৪:৫৮, ২১ ডিসেম্বর, ২০২০
(২০শে ডিসেম্বর) রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৯,সিপিসি-২,শ্রীমঙ্গল ক্যাম্পের আভিযানিক দল কোম্পানি কমান্ডারের নেতৃত্বে মৌলভীবাজার জেলার সদর থানাধীন গিয়াসনগর ইউনিয়নের কৃষি গবেষনা কেন্দ্রের সম্মুখ হতে ৪২ বোতল ফেন্সিডিল ও ১টি প্রাইভেটকারসহ পেশাদার তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।
র্যাব-৯ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত তিনজন মাদক ব্যবসায়ির বাড়ী মৌলভীবাজার সদরেই।
তারা হলেন ১.মোঃমাহমুদ মিয়া (৩৫), পিতা-মৃত মোঃ এলিম উল্লা, সাং দরগা মহল্লা ২.ইয়াউর মিয়া(২৭) পিতাঃমৃত রফিজ মিয়া গ্রাম আগনসী,৩.জুবেদ মিয়া(২৪) পিতাঃমৃত বাতির মিয়া।
এ বিষয়ে শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের অভিযানিক একটি দল সেখানে অভিযান পরিচালনা করে এই কুখ্যাত ৩ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করতে সক্ষম হই এবং সেই সাথে আমি আশাকরি আমরা যদি এভাবে সঠিক তথ্য পাই, তাহলে আমরা সবসময়ই দেশ ও জনগণের কল্যাণে যে কোন পদক্ষেপ নিতে পিছু হটব না ইনশাআল্লাহ।
উল্লেখিত এ ঘটনায় র্যাব-৯ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামাত সহ ৩ আসামিকে সংশ্লিষ্ট থানায় প্রেরন করা হয়েছে ।