ঢাকা (রাত ১০:৪৬) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বঙ্গবন্ধু কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার রাত ০৮:১০, ১১ ডিসেম্বর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে রাজ গৌরীপুর ক্রিকেটার্স আয়োজিত বঙ্গবন্ধু কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে গৌরীপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় গৌরীপুর ইয়ং স্টার ক্লাব ও ময়মনসিংহের নওমহল ক্রীড়া চক্র অংশগ্রহণ করে।

খেলায় গৌরীপুর ইয়াং স্টার ক্লাব ময়মনসিংহের নওমহল ক্রীড়া চক্রকে ৪ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যান অফ দ্যা ম্যাচ গৌরীপুর ইয়াং স্টারের সাখাওয়াত হোসেন রুবেল, বেস্ট বলার নওমহল ক্রীড়া চক্রের নুর মোহাম্মদ অপু, বেস্ট ব্যাটসম্যান ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন রাজ গৌরীপুর ক্রিকেটার্সের অধিনায়ক সাফওয়ান খান অনিক। ফাইনাল খেলাটি পরিচালনা করেন আম্প্যায়ার আল হোসাইন ও শরিফুল ইসলাম মিন্টু।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাত উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রপি তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি। এ সময় আরো উপস্থিত ছিলেন গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক, রাজ গৌরীপুর ক্রিকেটার্সের সাফওয়ান খান অনিক, সাজুয়ান হায়দার জিদান, শাকিল খান রনি, আশরাফুল আলম, নুর মোহাম্মদ লিজন, শরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT