অবশেষে ব্যক্তিগত উদ্যোগে ধ্বসে পড়া সড়কটি মেরামতে এগিয়ে এলেন ভাইস চেয়ারম্যান
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সোমবার সন্ধ্যা ০৬:৫৭, ৫ অক্টোবর, ২০২০
কুড়িগ্রামের উলিপুরে ধামশ্রেনী ইউনিয়ন পরিষদগামী একটি পাঁকা সড়ক অবিরাম ভারি বর্ষণে ধ্বসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার কয়েক হাজার মানুষসহ পথচারীরা। সড়কটি সংস্কারের জন্য একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের যোগাযোগ করলেও কোন সাড়া মেলেনি।
অবশেষে স্থানীয় কিছু উদ্যেমী যুবক উপজেলা পরিষদের ভাইস চেয়রাম্যান আবু সাঈদ সরকারের শরণাপন্ন হয়। পরে তিনি সরকারি বরাদ্দের দিকে চেয়ে না থেকে সড়কটি ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করার উদ্যোগ নেন।
সোমবার উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের সোবাহান বাজার সংলগ্ন সড়কটিতে গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের উদ্যোগে স্থানীয় মানুষজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটি সংস্কারের কাজ করছেন। দিনভর কাজ করে বিধ্বস্ত সড়কটি মেরামতের মাধ্যমে মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।
এসময় কথা হয় স্থানীয় যুবক আপেল মিয়া, রেজাউল করিম, মিলন মিয়াসহ অনেকের সাথে। তারা বলেন, দীর্ঘদিন থেকে সড়কটি দিয়ে মানুষসহ যানবাহন পারাপার হতে নানা বিড়ম্বনায় পড়তে হতো। ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের অনেকেই এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও কেউ সংস্কারের উদ্যোগ নেয়নি। সড়কটি মেরামতের জন্য একাধিকবার তাদেরকে বলেও কোন সাড়া মেলেনি।
অবশেষে ভাইস চেয়ারম্যানের কাছে গেলে তিনি ভাঙা সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। আমরা এলাকাবাসী উপজেলা পরিষদের ভাইস চেয়রাম্যান আবু সাঈদ সরকারের কাছে চির কৃতজ্ঞ।