ঢাকা (সকাল ১০:০৪) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বেনাপোলে ১৩ পিছ স্বর্ণেরবার সহ ১ নারী আটক

মোরশেদ আলম,যশোর মোরশেদ আলম,যশোর Clock বুধবার দুপুর ০২:৫৭, ৩০ সেপ্টেম্বর, ২০২০

যশোরের বেনাপোল সীমান্তের অগ্রভুলোট থেকে ভারতে পাচারের সময় দেড় কেজি ওজনের ১৩টি স্বর্ণবারসহ পপি নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার  সকাল সাড়ে ১১ টার সময় ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্বর্ণবারসহ তাকে আটক করে। বিকাল ৫টার সময় স্বর্ণবার আটকের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

আটক পপি বেগম বেনাপোল পোর্টথানাধীন পুটখালী গ্রামের কামালের স্ত্রী।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন খবরে সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সন্দেহ ভাজন নারী সীমান্তে অতিক্রমের চেষ্টাকালে তাকে ধরা হয়।পরে নারী বিজিবি সদস্যদের দিয়ে ওই নারীর শরীর তল্লাশী করে শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা দেড় কেজি ওজনের ১৩ টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মুল্য প্রায় এক কোটি টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মনজুর এলাহী স্বর্নবার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত নারীকে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT