উলিপুরে সেচ্ছাসেবী সংগঠন মানবতার ঘর এর উদ্যোগে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয়
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম শনিবার সন্ধ্যা ০৭:০১, ২৬ সেপ্টেম্বর, ২০২০
কুড়িগ্রামের উলিপুরে ‘মানবতার ঘর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
“আমার রক্ত অন্যের প্রাণ- রক্তই হোক আত্মার বাঁধন, তোমার রক্তে যদি বাঁচে কারো প্রাণ- তুমি তো মহান” এ শ্লোগানকে ধারণ করে শনিবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ফকিরপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিপ্লব মন্ডলের সঞ্চালনায় মানবতার ঘর সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সাঈদ সরকার। এছাড়ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তিস্তা নদী রক্ষা কমিটির জেলা শাখার সভাপতি ও উলিপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, হোকডাঙ্গা ফকিরপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল ওহাব, থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মহসিন আলী, সংগঠনের সাধারণ সম্পাদক পঞ্চায়েত আলমগীর প্রমুুখ।