মেঘনার রাস্তাঘাট গুলো এখন মরণ ফাদ, দেখার কেউ নেই।
মেঘনা নিউজ ডেস্ক শনিবার রাত ১১:৩২, ৯ জুন, ২০১৮
মেঘনায় চলাচল করলেই একটি ব্যাপার সবার নজরে আসে, সেটা হলো রাস্তাঘাটের দূরাবস্হা। মেঘনার জাতীয় সড়ক বলে খ্যাত মানিকারচর বাজার – ভাটেরচর সড়ক, অবস্থা খুবই নাজুক। এরাস্তা দিয়ে চললে ভাল মানুষ রোগী হয়ে যায়। রাস্তাটির কোন অংশও ভাল নেই।
রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ কেউ শান্তি মত চলাচল করতে পারে না। অল্প সময়েই গাড়ি গুলোর চাকা ক্ষয় হয়ে আয়ু শেষ হয়ে যায়, ফলে সাধারণ যাত্রীর সাথে যানবাহন মালিকরাও আছে চরম বিপদে।
গতকাল বেলা সাড়ে বারটার দিকে শিকিরগাও মোস্তফা পীরের বাড়ির সামনে একটি কাভার্ট ভ্যান রাস্তার ভাংগা অংশে আটকা পড়লে লেগে যায় তীব্র যানজট, এতে মানুষ পড়ে চরম ভোগান্তিতে। আবার এই একই রাস্তায় কিছু বড় বড় ট্রাক চলতেও দেখা যায়। স্হানীয় মানুষের সাথে আলাপ করে জানা গেল দাউদকান্দির গোমতী সেতুর টোল না দেয়ার জন্যই অনেক ট্রাক এ রাস্তায় চলাচল করে। ব্যাপার যাই হোক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমাদের মেঘনাবাসীর আবেদন যত দ্রুত সম্ভব রাস্তাটি যেন মেরামত করা হয়।
প্রতিবেদক – ডা. দীনেশ দেবনাথ।
তারিখ- ০৯-০৬-১০ (শনিবার)