ঢাকা (রাত ১০:৩৭) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ায় ন্যাশনালিষ্ট ব্লাড ব্যাংকের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Meghna News ট্রমালিংক ১০ বছর পূর্তিতে মতিন সৈকত এআইপিকে সন্মাননা Meghna News সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের Meghna News গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না Meghna News বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন Meghna News সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! Meghna News আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার

সান্তাহারে কাবিখার গম নিয়ে উত্তাল পৌর শহর

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার ১২:০৬, ৬ জুলাই, ২০২০

 মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার সাইলো থেকে কাবিখা বরাদ্দের ১৪৪ মেট্রিকটন গম উত্তোলন করে আত্মসাৎ করা হচ্ছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এঘটনায় জনপ্রতিনিধিদের দেয়া বরাদ্দকৃত গমগুলো হেফাজতে নেয় ইউএনও। জানাগেছে, কাবিখা ও এমপির বিশেষ কাবিখা বরাদ্দকৃত ১২টি প্রকল্পের মাধ্যমে ১৪৩.০৩৯ মেট্রিকটন গম আদমদীঘির জনপ্রতিনিধিদের জন্য বরাদ্দ দেয়া হয়। রাস্তাঘাট, মাঠ ও পুকুর সংস্কার প্রকল্পের জন্য গমগুলো সাইলো থেকে শনিবার (৪ জুলাই) রাতে উত্তোলন করা হয়। তবে গমগুলো গত ৩০জুনের মধ্যে উত্তোলন করার কথা থাকলেও তা ৪জুলাই রাতে উত্তোলন করায় জনমনে সন্দেহের সৃষ্টি হয়। সান্তাহার সাইলো অধীক্ষক ফয়জুল্লাহ খান শিবলী বলেন, জুন মাসে মালামাল আদান-প্রদানে চাপ বৃদ্ধি পাওয়ায় গমগুলো সরবরাহ করতে বিলম্ব হয়। বিকেল থেকে ১৪৪ মেট্রিকটন গম ট্রাক বোঝাই করতে সন্ধ্যা লেগে যায় ফলে সাইলো থেকে গাড়ীগুলো বের হতে রাত হয়ে যায়। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ বিন রশিদ জানান, খবর পেয়ে রাতেই মালামালগুলো হেফাজতে নেয়া হয়। জনপ্রতিনিধিদের দেয়া প্রকল্পের অর্ধেক কাজ ইতিমধ্যে শেষ হওয়ায় বরাদ্দকৃত গমের ৫০ভাগ দেয়া হয় এবং প্রকল্পের বাকি কাজ সম্পন্ন হলে অবশিষ্ট গম তাদের দেয়া হবে। প্রকল্পের কাজ না করে কেউ একটি গমও আত্মসাৎ করতে পারবেনা।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT