ঢাকা (রাত ১০:৫২) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে অভাবনীয় সাফল্য

ফলাফল প্রকাশের পর উচ্ছ্বাসিত শিক্ষার্থী। ছবিঃ রেদোয়ান হোসেন, বাবুগঞ্জ, বরিশাল।
ফলাফল প্রকাশের পর উচ্ছ্বাসিত শিক্ষার্থী। ছবিঃ রেদোয়ান হোসেন, বাবুগঞ্জ, বরিশাল।

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock রবিবার সন্ধ্যা ০৭:৫৯, ৩১ মে, ২০২০

রেদোয়ান হোসেন, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় অভাবনীয় সাফল্য দেখিয়েছে।

চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে ১৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১৯ টি জিপিএ-৫সহ ১৩২ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৭ দশমিক ৭৮। এই ফলাফলে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সকল অভিভাবকবৃন্দ দারুণভাবে আনন্দিত হয়েছেন।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রণজিৎ কুমার বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সমন্বিত চেষ্টায় ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ স্কুল প্রতি বছর ধারাবাহিক সাফল্য রেখে আসছে।

উল্লেখ্য বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ৭০ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থী।যা গত ৪ বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা মিলিয়ে সর্বাধিক ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT