ঢাকা (রাত ৩:১৮) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

৬০ শতাংশ বর্ধিত ভাড়া বাতিল,আগামীকাল গাইবান্ধা টার্মিনাল হতে পূর্বের ভাড়ায় ছেড়ে যাবে গণপরিবহন

তারেক আল মুরশিদ, গাইবান্ধা তারেক আল মুরশিদ, গাইবান্ধা Clock সোমবার রাত ১১:১২, ৩১ আগস্ট, ২০২০

বাংলাদেশে তিন মাস বাড়তি ভাড়ায় চলাচল করার পর আগামীকাল পহেলা সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় ফিরে যাচ্ছে গণপরিবহন।সারা দেশের ন্যায় গাইবান্ধা টার্মিনাল হতে মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকাল থেকে অন্তজেলা দূরপাল্লার গণপরিবহণগুলোকে যতো সিট ততো যাত্রী নিয়ে পূর্বের ভাড়ায় ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্বের ভাড়ায় যতো সিট ততো যাত্রী সংক্রান্ত বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়।এতদিন ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের যে নিয়ম ছিল সেটি আর থাকছেনা।সরকারী সিদ্ধান্তে সেই নিয়ম বাতিল করে যতো সিট ততো যাত্রী বহণের অনুমতি দেওয়া হয়েছে।তবে বিজ্ঞপ্তিতে কিছু শর্ত দেওয়া হয়েছে।শর্তে বলা হয়েছে বর্ধিত ৬০ পার্সেন্ট ভাড়া আদায় করা যাবে না,আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী বহণ করা যাবে না, গাড়ী চালক,সুপারভাইজার,হেলপার টিকিট বিক্রেতাসহ সকলের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে,গণপরিবহন ছাড়ার পূর্বে শেষে জীবাণুনাশ দিয়ে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে,স্যানিটাইজার স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে।

বিষয়ে বিআরটিএ গাইবান্ধার সহকারী পরিচালক মঈনুল ইসলাম জানান।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিআরটিএ এর পক্ষ থেকে পূর্বের ভাড়ায় যতো সিট ততো যাত্রী পরিবহণের অনুমোদন দেওয়া হয়েছে।সারাদেশের ন্যায় আগামীকাল পহেলা সেপ্টেম্বর থেকে গাইবান্ধাতেও সেটা কার্যকর হবে।অন্তজেলা দূর পাল্লারসহ যে কোনো গণপরিবহন পূর্ব ঘোষিত ৬০শতাংশ বর্ধিত ভাড়া আদায় করতে পারবেনা।এ ব্যাপারে শর্ত কার্যকরে জেলা প্রশাসনের সহায়তায় মনিটরিং জোরদার করা হবে।নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৪শে মার্চ থেকেই বাংলাদেশে গণপরিবহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

তবে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জেলায় বাস, লঞ্চ রেল চলাচল ৩১ মে থেকেই চালু করার অনুমতি দেয়া হয়। সময় বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর অনুমতি দেয়া হয়।সম্প্রতি পরিবহন মালিকরা সম্পূর্ণ ধারণ ক্ষমতায় পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বর্ধিত ৬০শতাংশ ভাড়া বাতিল করে সরকারিভাবে যতো আসন ততো সিট পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT