ঢাকা (ভোর ৫:২৬) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


২ হাজার ৮‘শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock রবিবার রাত ১০:০২, ৫ এপ্রিল, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার জফরপুর সমতা আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র পরিবারগুলোর মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরীনের উপস্থিতে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এসব খাদ্য সামগ্রী হতদরিদ্রদের ঘরে ঘরে পৌছে দেওয়া হয়। আশ্রয়ণ প্রকল্পে থাকা ২০০ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ১০ কেজি করে চাল,৩ কেজি করে আলু এবং ২ কেজি ডাল রয়েছে। এসময় বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি ) নুশরাত লায়লা নীরা, থানার ওসি মো.ইয়াছিনুল হক,  সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সিরাজউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণ শেষে আশ্রয়ণ প্রকল্পের মানুষদের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা চালানো হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় জানায়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এ পর্যন্ত উপজেলার ২ হাজার ৮‘শ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মত মানুষ ঘরের মধ্যে অবস্থান করছেন। হত দরিদ্ররা কাজ করতে না পেরে বিপাকে পড়েছে। তাই সরকারের দেওয়া সহযোগিতাগুলো আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT