ঢাকা (সন্ধ্যা ৬:৪৮) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


২০১৫ সালে রাস্তার উন্নয়ণ ও পাকা করনের কাজ শুরু, শেষ হয়নি আজোও

২০১৫ সালে রাস্তার উন্নয়ণ ও পাকা করনের কাজ শুরু, শেষ হয়নি আজোও

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার দুপুর ০৩:১১, ২০ নভেম্বর, ২০১৯

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়ের সারপার জিসি নওয়াগ্রাম–আতুয়া সেতু হতে নওয়্গ্রাম বিওপি রোড ভায়া গোবিন্দপুর, চাতলপার, বাঙ্গাহুদা, ৩নংদুবাগ ইউনিয়নের সাদিমাপুর, সিলেটি পাড়া, গজুকাটা, শেওলা সেতু–সুতারকান্দি স্থুল বন্দর সড়কের গোবিন্দগুর অংশে রাস্তার পাকা করনের কাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদারী প্রতিষ্ঠান চলে যায়, ফলে সৃষ্টি হয় জন দূর্ভোগ, উন্নয়ণ কাজ শেষ হচ্ছেনা।

অভিভাবক নতুবা ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলার কারণে নানান বিড়ম্বনার শিকার হচ্ছে এলাকার স্থানীয় জনগণ ও কলেজ পড়ুয় ছাত্র–ছাত্রী ও স্থানীয় সারপার বাজার ব্যাবসায়ীরা।

অনেক আশা উদ্দীপনা নিয়ে সরকারের জনপ্রতিনিধি ও এলাকাবাসী ২০১৫ সালে রাস্তার উন্নয়ণ ও পাকা করনের কাজ শুরু হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বারো কোটি টাকা ব্যায় এ উন্নয়ণ কাজ নির্ধারিত সময় পেরিয়েগেছে বর্তমানে কাজ বন্ধ ভুক্তভোগী দুবাগ ইউনিয়ের সিলেটিপাড়া গ্রামের মুহিবুর রহমান কে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই রাস্তাটির উন্নয়ণ কাজ সম্পূর্ণ না হওয়ায় বর্ষাকালে যাতায়তে অনেক সমস্যা হচ্ছে।

ভোক্তভূগী বাঙ্গাহুদা গ্রামের বাসিন্দা আকবর আলীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমাদের গ্রামের কোন লোক অসুস্থ হলে রাস্তা দিয়ে কোন গাড়ি নিয়ে যাওয়া যায় না, দুবাগ কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র মুস্তাফিজুল হিফজুল ইমন কে জিজ্ঞাসা করলে সে বলে আমরা কলেজে আসতে হলে তিন কিঃমিঃ পায়ে হেঁটে আসতে হয় নতুবা বিয়ানীবাজার শেওলা হয়ে আসতে হয়। নওয়াগ্রামের ভুক্তভোগী বাবুল আহমদ কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, চার বৎসর যাবত এই দীর্ঘ মেয়াদী অসম্পপূর্ণ রাস্তার উন্নয়ণ এই কাজ আমাদের কে আজ ব্যাথিত করেছে।

রাস্তার উন্নয়ণ কাজ সম্পর্কে উপজেলা প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান জানান, আশা করছি আমরা দুই থেকে তিন মাসের মধ্যে কাজ শুরু করতে পারবো, পূণরায় ট্রেন্ডারের মাধ্যমে কাজ শুরু হবে, ইতিমধ্যে সাড়ে তিন কিলোমিটার রাস্তা সিলেট এক্সেঞ্জ অফিস করেছে ট্রেন্ডার, চিটি আসার সাথে সাথে কাজ শুরুহবে ইনশাআল্লাহ।

এলাকাবাসী ও স্থানীয় (১০নংমুড়িয়া ইউঃপিঃ এর ৯নংওয়ার্ডের মেম্বার আব্দুল মতিন) জনপ্রতিনিধির দাবী হলো এই রাস্তার উন্নয়ণ কাজটি দ্রুত বাকী অংশ সম্পূর্ণ করা হোক এটি পূর্ব মুড়িয়ায় সর্ব বৃহৎ উন্নয়ণ এই সরকারে যা সকলের নিকট প্রশংসনীয়,সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশা যায় সুনাম বাড়বে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT