২০টি দেশে ৪০০-র বেশি হলে ৬ ভাষায় মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’
মেঘনা নিউজ ডেস্ক মঙ্গলবার সকাল ১১:৩৫, ১২ নভেম্বর, ২০২৪
এদিকে ভারতীয় চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ ফেসবুকে এক পোস্টে শাকিব খানের এই সিনেমার পোস্টার শেয়ার করে প্রচার চালিয়েছেন।
জানা গেছে, প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার ঘরানার সিনেমা হল ‘দরদ’। সিনেমার গল্পের আভাস দিয়ে পরিচালক মামুন বলেন, ‘বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হন। ওই হত্যাকাণ্ডের সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক ব্যক্তির ওপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান।
সিনেমায় থ্রিলারের পাশাপাশি আছে টালমাটাল প্রেমও।’
পরিচালক অনন্য মামুনেন ভাষ্য, চারটি প্রযোজনা সংস্থার অর্থলগ্নিতে এটি তার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা।
১৪৯ মিনিট দৈর্ঘ্যের ‘দরদ’ সিনেমায় ৭টা গানের মধ্যে চারটি বাংলা এবং তিনটি হিন্দি গান রাখা হয়েছে। সিনেমার শুটিং হয়েছে ভারতের বারানসি ও এলাহাবাদে। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।
বাংলা ভাষার পাশাপাশি ‘দরদ’ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়।