ঢাকা (রাত ১:১১) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

২য় ধাপে প্রধানমন্ত্রী দেশের কওমী মাদ্রাসাগু লোকে অর্থ সহায়তা প্রদান

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার রাত ১০:৫৮, ১৮ মে, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দ্বিতীয় ধাপে আরও প্রায় সাত হাজার কওমি মাদ্রাসাকে আট কোটি ৬৩ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৮ মে) প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ছয় হাজার ৯৭০টি কওমি মাদ্রাসাকে আট কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকার অর্থ সহায়তা দিয়েছেন। ব্যাংক অ্যাকাউন্টে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে রোববার (১৭ মে) এ অর্থ মাদ্রাসাগুলোতে পাঠানো হয়। ছয় হাজার ৯৭০টি মাদ্রাসার মধ্যে রংপুর বিভাগে ৮৩৯টি, রাজশাহী বিভাগে ৬৬২টি, খুলনা বিভাগে ৪৩১টি, বরিশাল বিভাগে ২০২টি, ময়মনসিংহ বিভাগে ৯৩৭টি, ঢাকা বিভাগে দুই হাজার ২০২টি, চট্টগ্রাম বিভাগে এক হাজার ২১১টি এবং সিলেট বিভাগে ৪৮৬টি রয়েছে। এর আগে সম্প্রতি প্রথম পর্যায়ে প্রায় সাত হাজার কওমি মাদ্রাসাকে আট কোটি ৩১ লাখ টাকার অর্থ সহায়তা দেওয়া হয়েছিল। এর অংশ হিসাবে মৌলভীবাজারের বড়লেখার ভিন্ন কওমী মাদ্রাসায় চেক বিতরণের দৃশ্য দেখা যায় বিতরণ করে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT