১২ ঘণ্টা পর মুক্তি পেলেন মা ও ছেলে
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ০২:৪২, ২৫ এপ্রিল, ২০২২
রাজধানীর কলাবাগানে তেঁতুলঝোড়া মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এসে লাইভ করায় সৈয়দা রত্না ও তার ছেলে ঈসা আব্দুল্লাহকে আটকের ১২ ঘণ্টা পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার পর তাদেরকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। পুলিশের নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শরীফ মুহাম্মদ ফারুকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সৈয়দা রত্না ও তার ছেলে ঈসা আব্দুল্লাহকে দুপুরের দিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পরবর্তীতে সরকারি কাজে তারা আর বাধা দেবেন না এই অঙ্গীকার নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের। রবিবার রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।