ঢাকা (রাত ৯:৫৬) শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

১২ ও ১৩ই এপ্রিলও থাকছে লকডাউন

জাতীয় ২৩৭২ বার পঠিত

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock রবিবার দুপুর ০৩:৩৮, ১১ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া সরকার ঘোষিত চলমান লকডাউন বহাল থাকছে আগামী সোমবার ও মঙ্গলবার (১২ ও ১৩ এপ্রিল)।

রবিবার (১১ এ্রপ্রিল) নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। তবে মাঝের এই দুদিন কী হবে এ নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যেই সরকারের বিষয়টি পরিষ্কার করলেন তিনি।

কাদের নিয়মিত এক ব্রিফিংয়ে বলেন,‘৫ এপ্রিল থেকে শুরু হওয়া সাত দিনের লকডাউন দু’দিন বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ‘এছাড়াও সরকার ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে যাবে যা পূর্বের চেয়ে কঠোর হবে।’

শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কোভিড -১৯ সংক্রমণ রোধে ১৪ থেকে ২০ এপ্রিলের মধ্যে কঠোর লকডাউনের পরিকল্পনা করছে সরকার।

এর আগে, দেশে করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ রূপ নেয়ায় গত সোমবার (৫ এপ্রিল) থেকে দেশে এক সপ্তাহের জন্য লকডাউন দেয়া হয় যা আজ রাতে শেষ হবে।

তবে, লকডাউনে বিক্ষোভের মুখে সরকার বুধবার থেকে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সার্ভিস পুনরায় চালু করার অনুমতি দেয়। পাশাপাশি, শুক্রবার থেকে পাঁচ দিনের জন্য দোকান ও শপিংমল পুনরায় চালু করারও অনুমতি দিয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT