ঢাকা (রাত ৪:৪৫) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১০ হাজার ছাড়াল করোনাভাইরাসে মৃতের মিছিল

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock বৃহস্পতিবার রাত ১০:৩১, ১৫ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায়  ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৮১ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ১৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বুধবার (১৪ এপ্রিল) দেশে ৫ হাজার ১৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া মারা যান ৯৬ জন যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ৫ হাজার ৯১৫ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৫৯ টি।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.০০% এবং এ পর্যন্ত ১৩.৮৩%। মৃত্যুর হার ১.৪৩%। সুস্থতার হার ৮৪.৪৩%।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে দেশে ভাইরাসটির দ্বিতীয় ঢেউ চলছে। এই ঢেউয়ের সাম্প্রতিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের দেয়া ঘোষণা অনুযায়ী গত বুধবার (১৪ এপ্রিল) থেকে সারাদেশে আট দিনব্যাপী কঠোর লকডাউন শুরু হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT