হোমনার ফ্রন্ট লাইনার যোদ্ধা ডা. মাহবুবুর রহমান করোনায় আক্রান্ত
মোঃ কামরুজ্জামান শুক্রবার দুপুর ০৩:৪২, ৩ জুলাই, ২০২০
মইনুল ইসলাম মিশুক, হোমনা প্রতিনিধিঃ হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মাহবুবুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। গত কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। আজ তার রিপোর্ট এসেছে, কোভিড-১৯ পজিটিভ। হোমনা উপজেলায় করোনা মোকাবিলায় সবচেয়ে উদ্যমী ফ্রন্ট লাইনার ডা. মাহবুবুর রহমান। সমস্ত পৃথিবী যখন করোনার ভয়ে তটস্থ তখন সে নিজে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে হোমনার প্রথম স্যাম্পল সংগ্রহ করেছিলেন। নিজের দায়িত্বের বাইরে গিয়েও অনেক দায়িত্ব পালন করেছেন। করোনা স্যাম্পল সংগ্রহকারীদের কিভাবে স্যাম্পল কালেকশন করতে হয় তার ট্রেনিং দিয়েছেন। প্রতিনিয়ত কত রোগীকে সেবা দিয়ে গেছেন! ডা. মাহবুবুর রহমান তার দায়িত্ব পালনে একজন নিবেদিতপ্রাণ ডাক্তার হিসেবে হোমনায় বহুল পরিচিত। রোগীদের সেবা দানে তার কোনও ক্লান্তি নেই। মানবতার সেবায় এ এক বিরল উদাহরণ যে, তিনি হোমনার মানুষকে প্রথম থেকেই করোনা সম্পর্কে সচেতন করেছেন এলাকা ঘুরে ঘুরে, নিজে স্যাম্পল সংগ্রহ করেছেন বিরামহীন এবং সেইসাথে চিকিৎসা সেবাও দিয়েছেন। হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধানশিক্ষক জনাব মোঃ নুরুল ইসলাম বি.কম সাহেবের কনিষ্ঠ পুত্র ডা. মাহবুবর রহমান হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের কৃতিসন্তান। হোমনার মানুষ তাদের প্রিয় ডা. মাহবুবুর রহমানের আশু সুস্থতা কামনা করেছেন। যেন তিনি দ্রুত সুস্থ হয়ে চিকিৎসা সেবায় নিয়োজিত হতে পারেন সে অপেক্ষা এখন সবার। তাছাড়াও ডা. মাহবুবুর রহমানের করোনা মুক্তি কামনায় দোয়া চেয়েছেন তার মা মিসেস সুফিয়া বেগম। দোয়া কামনা করেছেন হোমনা উপজেলা স্বাস্থ্য বিভাগ। সেইসঙ্গে দোয়া চেয়েছেন শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, সমাজকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।