ঢাকা (রাত ১১:৪৭) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু টাইগারদের

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শনিবার রাত ০২:১৭, ২০ নভেম্বর, ২০২১

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের দুঃস্মৃতি যেন মিরপুরের দ্বিপাক্ষিক সিরিজে ফিরে এলো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। পাকিস্তানের কাছে ৪ উইকেটে হেরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে পিছিয়ে পড়লো টাইগাররা।

শুক্রবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমদুল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার নাইম শেখকে হারায় টাইগাররা। এরপর একে একে অভিষিক্ত সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, মাহমুদুল্লাহকে হারিয়ে ৪০ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

পরবর্তীতে আফিফ হোসেনের ৩৪ বলে ৩৬, উইকেটরক্ষক নুরুল হাসানের ২২ বলে ২৮ এবং মেহেদি হাসানের অপরাজিত ২০ বলে ৩০ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৭ রান তোলে স্বাগতিকরা। পাকিস্তানের বোলারদের মধ্যে হাসান আলি ৩টি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২টি উইকেট নেন।

১২৮ রানের জয়ের লক্ষ্যে নেমে পাকিস্তানের শুরুটাও ভাল হয়নি। ২২ রানের মধ্যে দুই ওপেনার বাবর আজম এবং উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে সাজঘরে ফেরান দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। পরে হায়দার আলী এবং শোয়েব মালিক কোনো রান না তুলে আউট হলে ২৪ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা।

সেখান থেকে ফখর জামান এবং খুশদিল শাহ দুজনই ৩৪ রান করে পাকিস্তানকে টেনে তোলেন। পরে শাদাব খানের ১০ বলে ২১ আর মোহাম্মদ নাওয়াজের ৮ বলে ১৮ রানের ক্যামিওতে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

আজ শনিবার (২০ নভেম্বর) দুপুর ২টায় একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT