হজ্বে যাওয়া যাবে না এবারও:ধর্ম প্রতিমন্ত্রী
ডেক্স রিপোর্ট শনিবার সন্ধ্যা ০৬:৩১, ১২ জুন, ২০২১
কোভিড-১৯ করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও সৌদি আরবের বাইরের কোন দেশ হতে হজযাত্রী গণ হজের সুযোগ পাবেন না। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আজ এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
ধর্ম মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এবছর প্রায় ৬০,০০০ মানুষ হজ পালন করতে পারবেন।
এর আগে গত ৩ জুন সংসদে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, মহামারির কারণে গত বছরের মতো এ বছরও সৌদি আরবে হজযাত্রী পাঠানো হবে না।
সৌদি আরব সরকারের অনুমতি না থাকায় হজযাত্রী পাঠানো বন্ধ রাখার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী। একই কারণে এ বছরও তা বন্ধ থাকবে।