হকি : প্রথম জয়ের দেখা পেলো সাকিব-শাহবাজের পদ্মা, জিতেছে বরিশালও
ক্রীড়া প্রতিবেদক বুধবার সকাল ১১:৫২, ২ নভেম্বর, ২০২২
টানা দুই ম্যাচ হেরে চাপে ছিল সাকিব আল হাসান-শাহবাজ আহমেদের দল মোনার্ক মার্ট পদ্মা। তবে হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে রাসেল মাহমুদ জিমিরা। তারা ৬-৩ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সাইফ পাওয়ার গ্রুপ খুলনাকে।
মওলানা ভাসানী স্টেডিয়ামে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শুরুতে এগিয়ে গেলেও জিততে পারেনি সাইফ পাওয়ার গ্রুপ খুলনা। ম্যাচ ঘড়ির তৃতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক খোরশেদুর রহমান এগিয়ে নেন খুলনাকে। এরপরই খেই হারায় দলটি।
৭ মিনিটে রাসেল মাহমুদ জিমি সমতা ফেরানোর পর সাইফ খান ও নাইম উদ্দিনের ফিল্ড গোলে এগিয়ে যেতে থাকে পদ্মা। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে খোরশেদের পেনাল্টি কর্নারের গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় খুলনা।
তবে চতুর্থ ও শেষ কোয়ার্টারে খুলনা সুবিধা করতে পারেনি পদ্মার কাছে। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নাইম লক্ষ্যভেদের পর কৃষ্ণ ফিল্ড গোল করেন, এরপর ৫৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান আরও বাড়ান জাপানি খেলোয়াড় মিয়া তানিমিতসু। শেষের দিকে খুলনার অস্ট্রিয়ান ফরোয়ার্ড মর্তিজ ফেরির গোলে হারের ব্যবধানই কমায় খুলনা।
দিনের অন্য ম্যাচে মেট্রো এক্সপ্রেস বরিশাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৪-৩ গোলে একমি চট্টগ্রামকে হারিয়েছে।