ঢাকা (রাত ১১:২৮) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


হংকংকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের শেষ চারে পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ১১:১৩, ২ সেপ্টেম্বর, ২০২২

এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে হংকংকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় পাকিস্তান। যে চ্যালেঞ্জ টপকানো তো দূরের কথা ধারেকাছেও যেতে পারেনি বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। ব্যাটে-বলের দাপটে হংকংকে উড়িয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বাবর আজমের দল।

আজ শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এর আগে তিনটি দল সুপার ফোর নিশ্চিত করেছে। সবার আগে শেষ চারের টিকেট নিশ্চিত করেছে আফগানিস্তান। এর পর একে একে জায়গা পাকা করেছে ভারত ও শ্রীলঙ্কা। এবার হংকংকে হারিয়ে শেষ দল হিসেবে সুপার ফোরের টিকেট পেল পাকিস্তান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ১৯৩ রান তোলে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ৫৭ বলে তার ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও একটি ছক্কা।

এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারেই হারায় অধিনায়ক বাবর আজমকে। নিজের বলে নিজেই দারুণ ক্যাচ দিয়ে পাকিস্তান অধিনায়ককে বিদায় করেন এহসান খান। ৮ বলে ৯ রান করে ফেরেন বাবর।

শুরুর ধাক্কা সামলে জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। জুটি গড়লেও শুরুতে রান নিতে ভোগেন দুজন। তবে চাপ সামলে দুজন এগিয়ে নেন পাকিস্তানকে। এর মধ্যে ৪২ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। এই জুটিতে ভর করেই ১৯৩ রানের পুঁজি গড়ে নেয় পাকিস্তান। রিজওয়ান ৭৮ রান করেন। তার সঙ্গে ফখর জামান খেলেন ৪১ বলে ৫৩ রানের ইনিংস। শেষ দিকে নেমে ১৫ বলে ৩৫ রান করেন খুশদিল শাহ।

১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লড়াইটাও জমিয়ে তুলতে পারেনি হংকং রান পাকিস্তানের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। নেওয়াজ, নাসিম শাহ ও শাদাব খানের বোলিংয়ের সামনে ৫০ রানও পার করতে পারেনি হংকং।

রান তাড়ায় ১০.৪ ওভারে মাত্র ৩৮ রানেই থেমে যায় হংকং। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শাদাব খান। তিন উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ। দুটি উইকেট নেন নাসিম শাহ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT