ঢাকা (বিকাল ৫:২০) সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

স্বাস্থ্যবিধি মেনে ঈদ আনন্দ উদযাপনের আহ্বান জানলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার বিকেল ০৫:৩২, ৩ মে, ২০২২

স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে ঈদের জামাতে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, সাবধানতা অবলম্বন না করলে যেকোনো সময় করোনা পরিস্থিতি খারাপ হতে পারে। আনন্দ করতে গিয়ে যেন বিপদ ডেকে না আনি।

তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের জন্য আজ খুশির দিন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।

সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সবাইকে নিয়ে উদযাপনের মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ।

তিনি বলেন, বিগত দুই বছর ঈদসহ কোনো ধর্মীয় উৎসবই প্রত্যাশিতভাবে উদযাপন ও উপভোগ করা যায়নি। বর্তমানে করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি শেষ হয়নি। তাই আসুন, স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালন করি, দেশকে করোনামুক্ত রাখি।

সরকার প্রত্যেকের মুখে হাসি ফোটাতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে সবার মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদুল ফিতরে আমাদের অঙ্গীকার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT