ঢাকা (দুপুর ১২:২৪) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

স্বামী থাকার পর নিজেকে বিধবা দেখিয়ে ভুয়া রেজিস্ট্রির করে লক্ষ টাকা হাতিয়ে নেয়ার পায়তারা

তারেক রহমান,গাইবান্ধা তারেক রহমান,গাইবান্ধা Clock শুক্রবার সন্ধ্যা ০৭:২১, ৩০ অক্টোবর, ২০২০

গাইবান্ধা জেলার পলাশবাড়ী  থানার তালুক জামিরা  সুরভী বেগম (৩০) প্রবাসি স্বামী থাকার পরে নিজেকে বিধবা দেখিয়ে ভুয়া রেজিস্ট্রির করে এক পরিবারের কাছে থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছে৷

জানা যায় সুরভী বেগম এর প্রথম বিয়ে হয় গাইবান্ধা জেলার বাদিয়াখালির সাজু নামের এক ছেলের সাথে সেখানে সুরভি বেগমের একটা ছেলে সন্তান আছে তার নাম রাসেল (১৪) তার ছেলে বাদিয়াখালি হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ে৷

সাজু ডিভোরস না দিয়ে সুরভী বেগম আবার ঢাকায গিয়ে নোয়াখালী জেলার বেগম গঞ্জ থানার ৯ নং মিরাওয়াশ পুর ইউনিয়নে তালুয়াচাদ পুরের সাইদুল হক এর ছেলে সোহাগ মির্জার সাথে বিবাহ আবদ্ধ হন তার সাথে সংসার করতে থাকেন তার পক্ষের একটা ছেলে সন্তান আছে সজিব মির্জা (১০) ৷

এক পর্যায়ে সোহাগ মির্জা প্রবাসী হইলে সুরভী বেগম তার নিজ বাবার বাড়িতে আসে তার পর সে  বিভিন্ন সময় তার বাড়িতে বিভিন্ন লোকের সমাগম হইলে তার গ্রামের এলাকা বাসি তাকে তাদের গ্রাম বের করে দেয়৷  পরর্বতিতে সুরভী বেগম নাকাই হাট বাজারের  রাজ্জাক মন্ডলের ছেলে রায়হান মন্ডলের ভারা বাসায় থাকা শুরু করে সুরভী বেগমের আচরণ খারাপের কারনে তাকে বাসা থেকে বের করে দেয়৷ তার প্রবাসী স্বামীর বাড়ির লোকের সাথে যোগাযোগ করলে সোহাগ মির্জা বাবা সাইদুল হক বলেন আমার ছেলে তাকে এখনো তার ভরন পোষন দিয়ে থাকে তাকে ডিভোস এর বিষয় জানতে চাইলে তিনি বলেন,যদি সুরভী বেগম আমার ছেলে কে ডিভোrরস দিয়ে থাকে তাহলে আমি তো নিয়মিতই সুরভী ও আমার নাতি সজিব এর সাথে কথা বলি ৷ এ সব বিষয নিয়ে সুরভী বেগম  কথা বলতে রাজি হয়নি৷




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT